নিজের মৃত্যু নিয়ে এই ভবিষ্যতবাণী করেছিলেন ঋষি কাপুর, মিলে গেল অক্ষরে অক্ষরে


Odd বাংলা ডেস্ক: বলা হয় যে শিল্পের কোনও বিনাশ নেই, আর যিনি শিল্পী তিনি অমর হয়ে থাকেন তাঁর শিল্পের মধ্যে দিয়েই। তেমনই বলিউডের স্বনামধন্য অভিনেতা ঋষি কাপুর অমর হয়ে থাকবেন তাঁর অভিনয়ের মধ্যে দিয়েই। কিন্তু অভিনেতা ঋষি কাপুর কয়েক বছর আগে নিজের মৃত্যু নিয়ে একটি ভবিষ্যতবাণী করেছিলেন, যা আজকের দিনে দাঁড়িয়ে কাঁটায় কাঁটায় মিলে গেল। 

২০১৭ সালে কিংবদন্তী অভিনেতা বিনোদ খান্নার মৃত্যুর সময় শেষ যাত্রায় আসেননি নবপ্রজন্মের কোনও অভিনেতাই, যার জেরে বেজায় রেগে গিয়েছিলেন ঋষি। এরপর তিনি টুইট করে লেখেন, 'লজ্জাজনক, এই প্রজন্মের কোনও অভিনেতাই বিনোদ খান্নার অন্ত্যেষ্টিতে আসেননি। এমনকি যাঁদের সঙ্গে তিনি কাজ করেছিলেন, তাঁরাও। শ্রদ্ধা করাটা শিখতে হবে।'


তাঁর পরের টুইটে ঋষি লেখেন, 'এমনটা কেন? আমি যখন মারা যাব, তখন আমাকে প্রস্তুত থাকতে হবে যেস আমাকে কাঁধে নেওয়ার জন্য কেউই থাকবেন না। আজকের তথাকথিত তারকাদের প্রতি আমি খুবই রেগে রয়েছি।'


সারা দেশজুড়ে করোনা মহামারির জন্য লকডাউন চলছে, সেই পরিস্থিতিতেই মৃত্যু হয় ঋষি কাপুরের। যার ফলে তাঁর পরিবার এবং খুব কাছের কিছু আত্মীয় মিলিয়ে মাত্র  ১৫-২০ জনের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল তাঁর শেষকৃত্য। এমনকি দুর্ভাগ্যবশত বাবাকে চোখের সামনে শেষ দেখাটিও দেখতে পাননি মেয়ে ঋদ্ধিমা। ঋষির সেইসব টুইট আজ খুবই প্রাসঙ্গিক, কারণ সেইসব কথাই আজ যেন মিলে গেল অক্ষরে অক্ষরে। 
Blogger দ্বারা পরিচালিত.