হিন্দু পুরুষকে ভালবেসে বিয়ে এবং তারপর হিন্দু ধর্ম গ্রহণ করলেন রাশিয়ান তরুণী



Odd বাংলা ডেস্ক: নাম রামা স্লোভাক। রাশিয়ান এই তরুণী এখন মস্কোতে থাকেন। সঙ্গে থাকে তাঁর স্বামী নিখিল পান্ডে। নিখিল ও রামার দেখা হয়েছিল মস্কোতে। তারা জানাচ্ছেন দুজনে একে-অপরকে পছন্দ করতে শুরু করেছিলেন। একটি কনফারেন্সে দেখা হয়েছিল তাদের। হিন্দু ধর্মের প্রতি আসক্তি ছিল রামার। সে বেশ কিছু ওয়ার্কশপ করেছিল সেই দেশে হিন্দু ধর্ম নিয়ে। কিন্তু নিখিলের কাছ থেকে সে আরও জানতে পারে এই ধর্মের সম্পর্কে। এবং হিন্দু ধর্মের দর্শনের প্রতি মুগ্ধ হয়ে নিজেই এই ধর্ম গ্রহণ করতে চায়। 

তারপর একদিন নিজের ভালবাসার  কথা জানালেন নিখিলকে। নিখিলও পছন্দ করতে শুরু করেছিল তরুণী রামাকে। দুজনে বিয়ের সিদ্ধান্ত নেয়। রামার পরিবার প্রথমে অমত জানালেও পরে রাজি হয়ে যায়। এখন তারা বিবাহিত। নিখিল রাশিয়ার নাগরিকত্ব পেয়ে গিয়েছে। ওদের বাড়িতে একটা ঠাকুরঘরও আছে। সেখানে রামা প্রতিদিন পুজোও করে। 
Blogger দ্বারা পরিচালিত.