সলমন খান আসলে যাকে বিয়ে করতে চেয়েছিলেন

Odd বাংলা ডেস্ক: বলিউডের ভাইজান সলমন খানের বিয়ে কবে হবে এই বিষয়ে সবারই প্রবল উৎসাহ ছিলো। কিন্তু কেউই জানেনা কবে বিয়ে করবেন সলমন খান? বহু অভিনেত্রীর সঙ্গে নাম উঠে এসেছে সলমনের। ঐশ্বরিয়া রায়, সঙ্গীতা বিজলানী, সোমী আলি, ক্যাটরিনা কাইফের সঙ্গে বারেবারে ডেটিং-এর প্রসঙ্গ খবরের শিরোনামে এসেছে। কিন্তু বিয়ে পর্যন্ত পৌঁছয়নি কোনো সম্পর্ক। সলমন খান তার বিয়ের বিষয়ে কখনই মুখ খোলেননি।
১৯৯০ সালে এক নায়িকার সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন সলমন খান। কিন্তু সফল হয়নি সেই স্বপ্নও।
এক সময়ে বলিউডের ‘কেয়ামত গার্ল’ জুহি চাওলার বড় ভক্ত ছিলেন সলমন (কেয়ামত সে কেয়ামত তক ছবির পরেই জুহির নাম কেয়ামত গার্ল হয়েছিল)। জুহিকে বিয়েও করতে চেয়েছিলেন বলিউডের ভাইজান খ্যাত এ অভিনেতা। সেই সময়ে সাফল্যের মধ্য গগণে ছিলেন জুহি চাওলা, একের পর এক ছবি বক্স অফিস কাঁপাচ্ছিল। ভাঙছিল একাধিক রেকর্ডও।
কিন্তু সলমন তেমন জনপ্রিয় হননি সেই সময়ে। সলমন খান জুহিকে বিয়ে করতে চেয়েছিলেন। বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন জুহি চাওলার বাবার কাছেও। এই বিষয়ে একটি চ্যাট শো-তে নিজেই জানিয়েছিলেন সলমন।
জুহি খুব মিষ্টি স্বভাবের বলেই সলমন জুহিকে মনে মনে ভালোবেসেছিলেন। জুহির বাবার সলমনকে পছন্দ হয়নি বলেই তার প্রস্তাব নাকোচ করে দিয়েছিলেন।
এরপরে একটি ছবির অফার দেয়া হয়েছিল জুহিকে সেখানে তার বিপরীতে ভাবা হয়েছিল সলমনের নাম। বহুদিন ধরে সেই প্রস্তাব জিইয়ে রেখে মানা করে দিয়েছিলেন। সলমন খান মনে করেন জুহি চাওলা তার সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন না সেই কারণেই ছবিটিতে কাজ করার বিষয়ে আর আগ্রহ দেখাননি পড়ে।
বলিউডে অনেক অভিনেতার সঙ্গে অনেক অভিনেত্রীর নাম নিয়ে নানান চর্চা হলেও জুহির সঙ্গে কারোর নামে কোনো চর্চা হয়নি। ক্যারিয়ারের প্রথম দিকে শিল্পপতি জয় মেহেতার সঙ্গে আলাপ হয়েছিল জুহির, সেই থেকেই জমাট বাঁধে দু’জনের সম্পর্ক ৷ এরপরে ১৯৯৫ সালে বিয়ে হয়েছিল জুহি-জয়ের।
Post a Comment