গুজবে কান দেবেন না, এখনই স্কুল-কলেজ খোলা হবে না, স্পষ্ট করে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
Odd বাংলা ডেস্ক: লকডাউনেরপ চতুর্থ দফাতেই কেন্দ্রীয় সরকারের তরফে সমস্ত স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে- সোমবার এই খবরেই সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। তবে কি খুলে দেওয়া হবে স্কুল, কীভাবে স্কুলে যাবে পড়ুয়ারা, কতটাই যা নিরাপদ হবে তা- এইসব প্রশ্ন ঘুরছিল অভিভাবকদের মধ্যে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হল যে, স্কুল খোলার পক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি টুইট করে বলা হয়েছে, মন্ত্রকের তরফে এ জাতীয় কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সারা দেশজুড়ে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এখনও চালু করতে নিষেধ করাহয়েছে।"
#FactCheck— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) May 26, 2020
Claim: MHA permits all States to open schools.
Fact: No such decision taken by MHA. All Educational institutions are still prohibited to open, throughout the country.#FakeNewsAlert#COVID19#IndiaFightsCoronavirus pic.twitter.com/mSWfIDWwNs
করোনাভাইরাস মহামারি রুখতে গত ২৫ মার্চ থেকে সারা দেশব্যাপী লকডাউন শুরু হওয়ার আগেই মার্চের মাঝামাঝি সময় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ মার্চ সর্বপ্রথম ২১ দিনের জন্য দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছিলেন। এরপর তা ৩ মে এবং ফের ১৭মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। বর্তমানে সারা দেশে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন চলছে। কেরলে, স্কুলগুলি দশং এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার জন্য খোলা হয়েছিল। তবে কোনও ক্লাস এখন নেওয়া হচ্ছে না।
Post a Comment