প্রকৃতির কোলে বেড়ে ওঠা আদিবাসী মেয়ে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গর্বে বুক ভরে যাচ্ছে ঝাড়খণ্ডবাসীর



Odd বাংলা ডেস্ক: আদিবাসী শ্রমিকরা লড়াই করে জীবন নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরছেন নিজের রাজ্যে। ক্লান্ত-পরিশ্রান্ত দেহ। কাজ করে করে শরীর গিয়েছে ভেঙে। তবু আনন্দ আজ তাদের মনে। কারণ ঘরের মেয়ে যে তৈরি করল ইতিহাস। হ্যাঁ ওরাই পারে। যার পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় সে জীবনযুদ্ধে লড়াই করে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালের অধ্যাপিকা হয়েছে নাম সোনাঝরিয়া মিনজ। 

সেই সোনাঝরিয়া মিনজ এবার সিধো কানো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন। শুক্রবার তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মূ। স্বাধীন ভারতের প্রথম আদিবাসী উপাচার্য সোনাঝরিয়া মিনজ। ঝাড়খণ্ড সরকার তাঁর নিয়োগের নোটিফিকেশন জারি করেন বুধবার। কিন্তু তখন তিনি দিল্লিতে। লকডাউনের জেরে ঘরবন্দি। বৃহস্পতিবার সেই খবর পেয়েই যুদ্ধের ব্যস্ততায় টিকিট কাটার কাজ সেরে বিমান ধরেন রাঁচির। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সোনাঝরিয়ার বিষয় ছিল অঙ্ক। রীতিমতো চ্যালেঞ্জ নিয়ে সোনাঝ‌রিয়া ১৯৮৬ সালে কম্পিউটার সায়েন্স পড়তে ভর্তি হন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে। ছোট থেকেই যে মেয়েকে বলা হয় "তোর দ্বারা কিছু হবে না", সেই আজ অসম্ভবকে সম্ভব করে দেখাল। সমাজের কাছে প্রত্যাখ্যাত সোনাঝরিয়ার আজ ঐতিহাসিক প্রত্যাবর্তন। 
Blogger দ্বারা পরিচালিত.