দক্ষিণ কোরিয়ার নৈশক্লাব থেকে আরও ১৭ জন আক্রান্ত
Odd বাংলা ডেস্ক: সিউলের নৈশক্লাব ক্লাস্টারে আরো ১৭ জন করোনাভাইরাস রোগী শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে আজ (শুক্রবার) এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির ভাইস স্বাস্থ্যমন্ত্রী কিম গাং-লিপ।
ইটায়েওন জেলায় নৈশক্লাব ও বারের কারণে করোনার সংক্রমণ বাড়তে থাকে। এরপরই কর্তৃপক্ষ সব নৈশক্লাব ও বার বন্ধ করে দেয়।
নৈশক্লাবের কারণে করোনায় আক্রান্ত মোট বেড়ে হলো ১৪৮ জন।
করোনার সংক্রমণ একের ঘরে নামার কিছুদিন পরই নৈশক্লাবে আনাগোনার কারণে আবার তা বাড়তে থাকে।
তাদের খুঁজে বের করতে সেলফোন তথ্য ও ক্রেডিট কার্ড রেকর্ড যাচাই করছে কর্তৃপক্ষ। গত এক সপ্তাহে নজরদারিতে থাকা হাজারখানেক লোকের করোনা টেস্ট করা হয়েছে।
এপর্যন্ত দেশটিতে ১১ হাজার ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মৃত্যু ২৬০ জনের।
এদিকে নৈশক্লাব ক্লাস্টার কাটতে না কাটতেই চার্চ ক্লাস্টারের শঙ্কার মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া। ইনচিওনের একটি চার্চে দুজন সংক্রমণের খবর পাওয়া গেছে, যেখানে হাজারখানেক লোক উপস্থিত ছিল বলে জানা গিয়েছিল। অবশ্য উপাসনায় উপস্থিত ৫ জন বাদে সবার করোনা টেস্টে নেগেটিভ এসেছে। ভাইস স্বাস্থ্যমন্ত্রী কিম জানালেন, ১ হাজার জনের মধ্যে ৩০০ জন অনলাইনে উপাসনা দেখছিলেন। বাকি ৭০০ জন সামাজিক দূরত্ব মেনে মাস্ক ও গ্লাভস পরে থাকায় আরেকটি বিপদ এড়ানো গেছে।
Post a Comment