ঠোঁট না দেখে গেলে মনের ভাব বোঝায় কী করে? মুক ও বধিরদের জন্য তাই বিশেষ স্বচ্ছ ফেসমাস্ক
Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা বিশ্বে চলছে লকডাউন। করোনা সংক্রমণ ঠেকাতে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে, মাস্ক ব্যবহার এবং সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। করোনা প্রতিরোধ করতে মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে বহু দেশের সরকার। প্রশাসনের পক্ষ থেকে বারে সতর্ক করছে নাক মুখ ঢেকে রাখতে। সকলেই এখন মাস্ক ব্যবহার করছে। মাস্ক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছে মুক বধিররা। এরা ঠোঁটের উঠা নামা ও হাত নেড়ে একে অপরের ভাষা বোঝে। মাস্ক পরে থাকলে একে অপরের ঠোঁট নাড়া বুঝতে পারছেনা। অতএব সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
তাই তাদের জন্য বিশেষ ধরনের মাস্ক এনেছে জাপানের কোম্পানি আইকা। এই মাস্কে ঠোঁটের কাছটা রয়েছে স্বচ্ছ। যাতে সামনেক ব্যক্তি ঠোঁটের ওঠা নামা দেখে বুঝতে পারে তার মনের কথা।
Post a Comment