ঈদ উপলক্ষে মুসলিম শ্রমিকদের জন্য বৈষ্ণদেবী মন্দিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা
Odd বাংলা ডেস্ক: সামনেই খুশির ঈদ৷ রমজান মাসও শেষ হতে চলল৷ কিন্তু করোনা সংক্রমণ এবং লকডাউনের কারণে অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ অনেকটাই আলাদা৷ যেমন ভিন রাজ্যে কর্মরত জম্মুর প্রায় পাঁচশো পরিযায়ী শ্রমিক আপাতত কাটরার কোয়ারেন্টাইন সেন্টারে আটকে রয়েছেন৷ তাঁদের সাহায্যেই এগিয়ে এসেছে জম্মুর বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোয়ারেন্টাইন সেন্টারে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের জন্য সেহরি এবং ইফতারের ব্যবস্থা করছে মন্দির কর্তৃপক্ষ৷
করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পরই বৈষ্ণোদেবী মন্দিরের কমিটির হাতে থাকা একটি ভবনকে কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়৷
সেখানেই প্রায় ৫০০ মুসলিম কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন৷ প্রতিদিন তাঁদের জন্যই দু' বার ঢালাও খাবারের আয়োজন করছে মন্দির কর্তৃপক্ষ৷ রমজানের রীতি মেনেই সেহরি এবং ইফতারের জন্য তৈরি হচ্ছে নানা রকম পদ৷
জানা গিয়েছে, কাটরার কোয়ারেন্টাইন সেন্টারে যে মুসলিমরা রয়েছেন, তাঁরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন৷ জম্মু কাশ্মীরের যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে আটকে আছেন, তাঁদেরকেও ফিরিয়ে আনার চেষ্টা করছে জম্মু- কাশ্মীর প্রশাসন৷ তাঁদের কথা ভেবেই দু' বার খাবারের আয়োজন করেছে বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ৷
Post a Comment