ছত্তিশগড়ে মাও-পুলিশ গুলির লড়াই, নিকেশ চার মাওবাদী এবং প্রাণ হারালেন এক সাব-ইন্সপেক্টর
Odd বাংলা ডেস্ক: শুক্রবার রাতে ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলায় মাওবাদীদের সঙ্গে খণ্ডযুদ্ধে প্রাণ হারিয়েছেন পুলিশের একজন সাব-ইন্সপেক্টর। তবে পুলিশের পাল্টা হামলায় সিপিআই (মাওবাদী)-দের চার সদস্য নিহত হয়েছে বলে শনিবার সকালে জানিয়েছন পুলিশের কর্মকর্তারা।
সূত্রের খবর, ছত্তিশগঢ়ের রাজনন্দনগাঁও জেলার পারধোনি গ্রামের কাছে দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই। এই পারধোনি গ্রাম মানপুর পুলিশ স্টেশনের অন্তর্গত।রাজনন্দনগাঁও মাওবাদীদের নতুন আখড়া হয়ে উঠেছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় (এমএমি) জোনের সংযোগে একটি নতুন রেড করিডোর তৈরি করেছে মাওবাদীরা।ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, একটি এসএলআর এবং ২টি ৩১৫ বোর রাইফেল উদ্ধার করা হয়েছে। তবে ওই এলাকায় তল্লাশি অভিযান এখনও জারি রয়েছে।
Post a Comment