পরিযায়ী শ্রমিকদের দুঃখ-দুর্দশা নিয়ে ভাবছে শীর্ষ আদালত, কেন্দ্র-রাজ্যগুলিকে সুপ্রিম নোটিস


Odd বাংলা ডেস্ক: লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের সমস্যা দূর করতে ময়দানে এবার দেশের শীর্ষ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারকের বেঞ্চ সারা দেশজুড়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারকে তার রিপোর্ট দু'দিনের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

আসলে পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলির ভুমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের জন্য সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হলেও তা ত্রুটিপূর্ণ অবং অপর্যাপ্ত। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট প্রত্যেক পরিযায়ী শ্রমিকের জন্য বিনামূল্যে পর্যাপ্ত পরিবহণ ব্যবস্থা, খাদ্য এবং আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে। 

শুধু তাই নয়, বৃহস্পতিবারের মধ্যে পরিযায়ী শ্রমিকদের সাহার্যার্থে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র ও রাজ্য, তার রিপোর্ট জমা দিতে হবে শীর্ষ আদালতে। প্রসঙ্গত, এর আগে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষায় দাখিল হওয়া একটি আবেদন খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্টের আরেকটি একটি বেঞ্চ। ওি মামলাটি এই মর্মে করা হয়েছিল যে, যেসব পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে আটকে পড়েছেন তাঁদের চিহ্নিত করে তাদের দেখা-শোনার দায়িত্ব নিতে হবে এবং তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্য সরকারকে নির্দেশ দেওয়ার আরজি জানিয়ে। কিন্তু তখন এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে সর্বোচ্চ আদালতের বেঞ্চ।  কিন্তু তখন এই বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করে সুপ্রিম কোর্টেরর বেঞ্চ। কিন্তু অবশেষে সেই অবস্থান থেকে সরে এসে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সমস্যা এবং দুর্দশা রুখতে সরাসরি হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট।
Blogger দ্বারা পরিচালিত.