ঝড়ে ভেঙে পড়ল তাজমহলের বিশেষ অংশ



Odd বাংলা ডেস্ক: লাল-সাদা মার্বেলের তৈরি ওই রেলিং ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠের তৈরি মূল ফটক ৷ শনিবার মেরামতির কাজ শুরু হলেও ঘটনায় হকচকিয়ে গিয়েছে প্রত্যেকেই ৷ লকডাউনের জন্য দীর্ঘদিন বন্ধ তাজমহল ৷ তার মধ্যেই ‘পৃথিবীর সপ্তম আশ্চর্য’-এর অন্যতম তাজমহলের রেলিংয়ের একটি অংশ ঝড়ে ভেঙে পড়ার ঘটনা ঘটল ৷ এদিন ঘণ্টায় ১২৪-১২৭ কিমি বেগে আসে ঝড় ৷ আগরায় অন্তত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তাজমহলের মার্বেলের রেলিংয়ের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ৷ এক ঘণ্টারও কম সময়ের এই ঝড় সব তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ তাজমহলের প্রধান গম্বুজের মার্বেল রেলিংয়ের ওপর ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। রেলিং থেকে পাথর পড়ে ছড়িয়ে রয়েছে অনেকটা জায়গা জুড়েই। পূর্ব এবং পশ্চিম গেটে ঢোকা ও বেরনোর জায়গায় পর্যটকদের সুবিধার্থে তৈরি করা শেডের ফল্‌স সিলিং উপড়ে গিয়েছে। গাছও ভেঙে পড়েছে অনেক ৷
Blogger দ্বারা পরিচালিত.