মানুষ টেস্টিং কিট পাচ্ছে না আর এদিকে তাঞ্জানিয়া কিট দিয়ে ছাগলের করোনা পরীক্ষা করছে
Odd বাংলা ডেস্ক: ছাগল ও পেঁপে গাছ থেকে নমুনা সংগ্রহ করে করোনা কিট পরীক্ষা করেছে তাঞ্জানিয়া। এতে কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসায় কিটের ব্যবহার বাতিল ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি।
রয়টার্স জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব নিয়ে তথ্য গোপনের অভিযোগ রয়েছে মাগুফুলির সরকারের বিরুদ্ধে। এর আগে করোনা চিকিৎসার পরিবর্তে তিনি এই রোগ দূর করার জন্য নাগরিকদের প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া করোনা পরীক্ষার কিটে ‘প্রযুক্তিগত ত্রুটি’ আছে বলে তিনি এর ব্যবহার বাতিল করে দিয়েছিলেন।
উত্তর-পূর্ব তাঞ্জানিয়ার শহর চাতোতে এক অনুষ্ঠানে মাগুফুলি বলেছেন, বিদেশ থেকে এই করোনা পরীক্ষার কিট আমদানি করা হয়েছিল।
তবে কোন দেশ থেকে আমদানি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
তিনি বলেছেন, কিটের মান যাচাই করতে তিনি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। তারা পেঁপে গাছ, একটি ছাগল ও একটি ভেড়ার কাছ থেকে নমুনা সংগ্রহ করেছিল। তবে গবেষণাগারের কর্মীরা যাতে নমুনার উৎস জানতে না পারে সেজন্য এগুলোর মানুষের নাম ও বয়স দেওয়া হয়েছিল। পরীক্ষায় ছাগল ও পেঁপে গাছে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এর মানে হচ্ছে, কেউ করোনায় আক্রান্ত না হলেও এই কিট দিয়ে পরীক্ষা করলে তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসবে।
Post a Comment