ছাত্র-শিক্ষিকার অনৈতিক প্রেম, ছাত্রকে যৌনতায় বাধ্য করত শিক্ষিকা



Odd বাংলা ডেস্ক: প্রেম-ভালাবাসা। অসাধারণ এক অনুভূতির জিনিস। যা মানেনা কোন বাঁধা, বয়স, জাত, ধর্ম-বর্ণ। এই প্রেম-ভালাবাসা কখনো কখনো সুখকর হয় আবার কখনো কখনো এই প্রেম-ভালাবাসা কারো জীবনে সর্বনাশের কারণ হয়ে যায়। এমনই একটি ঘটনা ঘটে লন্ডনে। বিবাহিতা শিক্ষিকা আমিনা নাজমা খান (৩৬)। শিক্ষকতা করেন লন্ডনের ব্রাডফোর্ড হাই স্কুলে। এখানেই সরাসরি তার এক ছাত্রকে ভাল লেগে যায় তার। বয়সে তার অর্ধেক হলেও ওই ছাত্রকে কাছে পেতে উতলা হয়ে পড়েন তিনি। আস্তে আস্তে তাকে নিজের ফর্মুলায় নিয়ে আসেন।

 তাকে উত্তেজিত করতে ফেসবুক ও মোবাইল ফোনের অ্যাপ ব্যবহার করে নিজের নগ্ন ছবি ও রগরগে সব মেসেজ পাঠাতে থাকেন। ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ফল যা হওয়ার তাই হয়েছে। তাদের সম্পর্ক গড়িয়েছে বিছানায়। একবার দু’র নয়, অনেকবার। ৯ মাস ধরে চলেছে তাদের অবাধ মেলামেশা। শেষ পর্যন্ত ধরা পড়ার পর ওই শিক্ষিকাকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ডেইলি মেইল। এতে বলা হয়, শিক্ষিকা নাজমা খান যে ছাত্রকে তার শিকারে পরিণত করেছিলেন তার বয়স ১৮ বছর। তিনি ভালবেসে ওই ছাত্রের নাম দিয়েছিলেন ‘দ্য এ টিম’। আর নিজেকে নাজমা খান নাম দেন ‘বেবি’। ব্রাডফোর্ডে সরাসরি তাকে পড়ানোর ফাঁকে এসব চলতে থাকে। এক পর্যায়ে ওই ছাত্রকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে চলে তাদের আদিম উন্মত্ততা। এ বিষয়টি নিয়ে আচরণগত প্যানেলের কাছে নালিশ গেছে। তারাই তদন্ত করে এসব তথ্য ফাঁস করেছেন মিডিয়ার কাছে। ঘটনায় মামলা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.