খুলে যাচ্ছে সব মন্দির, মসজিদ ও গীর্জা নিয়ে এখনই কোনও ঘোষণা নয়



Odd বাংলা ডেস্ক: রাজ্যের সব মন্দির পয়লা জুন থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল কর্নাটক সরকার৷ মঙ্গলবার একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় মন্দির খোলার৷ ২৪ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকেই কর্নাটকের সব মন্দির বন্ধ৷ সব মন্দিরে পুজো ও ভক্ত সমাগম বন্ধ থাকায় গত দু মাসে কোটি কোটি টাকা রাজস্ব আদায় হয়নি কর্নাটক সরকারের৷ কারণ, মন্দির থেকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আদায় হয়৷ রাজ্যের এনডাওমেন্ট মন্ত্রী কোটা শ্রীনিবাস পূজারি জানান, সব মন্দিরেই সামাজিক দূরত্ব মেনেই পুজো হবে৷ ভক্তরাও সামাজিক দূরত্ব পালন করবেন৷ তবে মন্দির খুললেও, মসজিদ ও গির্জা খুলবে কিনা, সেবিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷
Blogger দ্বারা পরিচালিত.