ভয়ঙ্কর! কফিনের ভেতর থেকে মৃতদেহ হাত দেখাল, আতঙ্কিত কবর দিতে যাওয়া সবাই



Odd বাংলা ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসির মানাডো শহরের ঘটনা। কফিনে একটি জানলা রাখা হয়েছিল। মানে ওই গ্লাস প্যানেল আর কি। সেই গ্লাস প্যানেল দিয়ে দেখা যাচ্ছিল মৃতদেহটিকে। আর সেখানেই চোখে পড়ে কবরে নামাতে গিয়ে কফিনের ভেতর থেকে মৃতদেহটি হাত দেখাচ্ছে।


প্রথমে কেউ সেটা লক্ষ করেনি। কিন্তু পরে মোবাইলের ভিডিও রেকর্ড করতে গিয়ে সেই ছবি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে কান্নাকাটি শুরু হয়ে যায় মৃতের পরিবারে। অনেকেই বলতে শুরু করে যে ব্যক্তিটির মৃত্যু হয়নি। কিন্তু এই সম্ভাবনা সম্পুর্ন উড়িয়ে দেয় চিকিৎসকরা। কারণ সেই ব্যক্তির পোস্টমর্টেম হয়েছিল। এবং মৃত্যু নিশ্চিত না করে পোস্টমর্টেম সাধারণত হয় না। 

Blogger দ্বারা পরিচালিত.