জন্মসূত্রে ইংরেজ, সব ত্যাগ করে আজ শ্রীচৈতন্য দেবের মহিমা প্রচারে সমুদ্র পথে
Odd বাংলা ডেস্ক: ফিনল্যান্ডের বাসিন্দা টেডি রাইম। ভারতে এসেছিলেন মানসিক শান্তির জন্য। প্রথমে কিছুদিন বারাণসিতে কাটান। তারপর সেখান থেকে বৃন্দাবন। আর সেখানে দেখা হয় ইংল্যান্ডের বাসিন্দা মেরি জেনারের সঙ্গে। মেরিও তাঁর মতোই আধ্যাত্মবাদের টানে ভারতে এসেছিলেন। দুজনে একে-অপরের প্রতি টান অনুভব করেন। হিন্দু মতে বৃন্দাবনে তাঁরা বিয়ে করেন। তারা ফিরে যান দেশে।
কিন্তু সাংসারিক জীবন তাদের ভালো লাগেনি। ফিরে আসেন আবার বৃন্দাবনে এবং মনে -প্রাণে হয়ে যান হিন্দু। শুরু করেন নিরামিষ ভোজন ও গো-সেবা। ক্রমে তারা এতে আসক্ত হয়ে পড়েন। তারা ঠিক করেন যে স্বাধীনভাবে তারা বৈষ্ণব ধর্মের প্রচার করবেন। এখন এই দম্পতি সারা বছরের ৮ মাস সমুদ্র পথে নিজেদের একটি সেলিং বোট নিয়ে ঘুরে বেরান। এই সেলিং বোটটা একটা মন্দিরের মতো। ভেতরে রাধা-কৃষ্ণ ও শ্রীচৈতন্যদেবের মূর্তি আছে। তারা হাওয়াই-এর দ্বীপে দ্বীপে ঘুরে বেরিয়ে বৈষ্ণব ধর্মের প্রচার করে চলেছেন।
Post a Comment