লিওনার্দো-দ্য-ভিঞ্জি বলে গিয়েছিলেন এই বিশেষ তারিখে শেষ হবে পৃথিবী, সেটা কবে জানুন
Odd বাংলা ডেস্ক: লিওনার্দো দ্য ভিঞ্জির মোনালিসা চিত্রটির কথা কে না জানে! ১৫০৩ থেকে ১৫০৬ সালের ভেতরে অঙ্কিত এই চিত্রটির মাধ্যমে ভিঞ্চি নিজের ভালোবাসাকে ফুটিয়ে তুলতে চেয়েছেন বলে মনে করেন অনেকে। অনেকে ভাবতে চান মোনালিসার রহস্যময় হাসিকে নিয়ে। সত্যিই কি ওটা হাসি, নাকি অন্যকিছু? তবে এটুকু সবার চোখে ধরা পড়লেও মোনালিসা চিত্রটির ভেতরে আছে লুকোনো আরও কিছু ব্যাপার। হাসি আর সুন্দরী এক নারী ছাড়াও ছবিটির পুরোটা জুড়ে রয়েছে নানারকম সংখ্যা। সংখ্যাগুলোর একটি হচ্ছে ১৪৯। যার শেষ অক্ষরটি মুছে ফেলা হয়েছে। এখান থেকেও অনেকে বলে থাকেন যে ছবিটি আঁকা হয়েছিল ১৪৯০ সালে। সে সময় ইটালিতে গর্ভবতী নারীরাই বিশেষ একধরনের শাল ও ওড়না পরিধান করতো এবং ছবিটি আঁকার সময় পেটের ওপর মোনালিসার আড়াআড়ি রাখা হাত দুটো দেখেও অনেকে মনে করেন যে আসলে সে সময় মোনালিসা গর্ভবতী ছিল। এছাড়াও ছবিটিতে মোনালিসার ডান চোখের আকৃতি অনেকটা এল এবং ভি এই দুটো অক্ষরকে প্রকাশ করে। যার পুরোটা অর্থ করলে দাঁড়ায় লিওনার্দো দ্য ভিঞ্চি। শুধু তাই নয়, অদ্ভুত সুন্দর এই ছবিটিতে আরও পাওয়া যায় ৭২ সংখ্যাটিও!
লিওনার্দো দ্য ভিঞ্চির আরও একটি ছবি এবং আরও কিছু অর্থ। বিভিন্ন মানুষ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এখন অবধি ছবিটির লুকোনো মানে বের করেছেন। কেউ বলেছেন ছবিটিতে মানুষের হাতের অবস্থান ও রুটিগুলো থেকে ভিন্ন একটি সুর খুঁজে পাওয়া যায়। অন্যদিকে একজন গবেষক জানিয়েছেন, ছবিটি থেকে পাওয়া যায় ৪০০৬ সংখ্যাটি। যার অর্থ ‘৪০০৬ খ্রিস্টাব্দেই ধ্বংস হবে পৃথিবী’। তবে অনেক বেশি খতিয়ে দেখার পর ছবিটিতে আরও দু’জন মানুষের উপস্থিতি খুঁজে পাওয়া গেছে। আর তারা হলো, কোলে শুয়ে থাকা একটি শিশু এবং একজন নাইট বা যোদ্ধা।
Post a Comment