৮৫৯ বছরে প্রথম পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উড়ে গেল, তবে কি পৃথিবীর অন্তিম দিন নিকট ?



Odd বাংলা ডেস্ক: সেই ১১৬১ সালে পুরীর জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হয়েছে। কিন্তু কোনও দিন একবেলার জন্যও মন্দিরের ধ্বজা উড়ে যায়নি বা খোলা হয়নি। সেই ইতিহাসকে বদলে দিয়ে সোমবার মন্দিরের ধ্বজা গেল উড়ে।  চোখ রাঙাচ্ছে আমফান। তার আগে উড়ে গেল পুরীর মন্দিরের ধ্বজা । তবে কি বড় কোনও বিপদের সংকেত ! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অতি প্রবল গতিতে ধেয়ে আসছে সুপার সাইক্লোন ‘আমফান’। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। আতঙ্কের প্রহর গুণছে ওড়িশা-সহ গোটা বাংলা । তার আগেই উড়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের নীলচক্রের উপরে উড়তে থাকা 'পতিতপবন বানা' । সোমবার দুপুরের পর হঠাতই মন্দিরের পান্ডারা লক্ষ্য করেন, মন্দিরের মাথায় ধ্বজা নেই । এরপর হইচই পড়ে যায় মন্দির প্রাঙ্গণে । ফের লাগান হয় ধ্বজা । কারণ ধ্বজা না থাকলে মন্দিরে জগন্নাথ দেবের সেবা হয় না । ভক্তদের মনে প্রশ্ন তাহলে জগন্নাথ দেব কোনও বিশেষ ইঙ্গিত দিচ্ছেন এই ভাবে। 

আরও পড়ুন- দাউদাউ করে জ্বলছে পুরীর মন্দিরের ধ্বজা, এটাই কি পৃথিবী ধ্বংসের কোনও ইঙ্গিত!
আরও পড়ুন- পুরীর জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে উড়ে যেতে পারে না বিমান, কেন জানেন...
Blogger দ্বারা পরিচালিত.