"কাল রাতেও তো দোকানটা ছিল, আজ থেকে কী করে পেট চলবে জানি না"



Odd বাংলা ডেস্ক: করোনার জেরে এমনই বাংলার অবস্থা খারাপ ছিল। এই বাংলাতে শিল্পের সংখ্যা বড়োই কম। আর গত ২ মাস ধরে গোটা দেশ লকডাউনে। ইনকাম প্রায় নেই বললেই চলে। তবু কোনও রকমে বারুইপুরের বাসিন্দা সন্তোষ প্রামানিক তাঁর ৩ জনের সংসার চালিয়ে নিচ্ছিলেন। কিন্তু আমফান এবার সেই সম্বলটুকুও কেড়ে নিল। কার্যত শূণ্য হাতে দাঁড়িয়ে আছেন এখন এই সন্তোষ প্রামানিক। কোথায় যাবেন, কী করবেন বুঝতে পারছেন। তবু সেই ধ্বংস স্তুপ থেকেই পাগলের মতো খুঁজে নিচ্ছিলেন নিজের শেষ বেঁচে থাকার সম্বল। দোকানটি ছিল বাড়ি থেকে অনেক দূরে। আমফানের আগে এসে তাই এসব নিয়ে যেতে পারেননি। এক রাতেই এমন হবে ভাবতে পারেননি সন্তোষ।  
Blogger দ্বারা পরিচালিত.