রাশিয়ার এই গ্রামের নাম 'কলকাতা'
Odd বাংলা ডেস্ক: রাশিয়ার মস্কো থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে আরেকটি দেশ বেলারুশ। এই বেলারুশেই আছে ছোট্ট একটা গ্রাম। এই গ্রামটির নাম কলকাতা। সেই দেশের ভাষাতে এটার উচ্চারণ Колька বা কালকাতা। কিন্তু কেন এমন নাম? না দুঃখের বিষয় এই গ্রামের নামের পেছনে কোনও বাঙালির হাত নেই।
কিন্তু তাহলে কীভাবে এই নাম এল? আসলে বেলারুশিয়ান ভাষাতে কাল মানে সুন্দর আর কাতা মানে দেশ। আর সে কারণেই এই নাম ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আপনি এটা জানলে চমকে যাবেন যে এই শহরটিকে চেরনোবিল পরমাণু বিপর্যয়ের সময় পুরো খালি করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে বেশ কিছু বাসিন্দা এখানে পুনরায় বসবাস শুরু করেছে।
তথ্যসূত্র : Bold & Bankrupt
Post a Comment