মালদা জেলার এই এলাকাগুলিতে ১ জুনের পরও বজায় থাকবে লকডাউন
Odd বাংলা ডেস্ক: চতুর্থ দফার লকডাউন শেষ হওয়ার একদিন আগেই নয়া ঘোষণা ৷ Unlock 1.0, শুরু হল লকডাউন তুলে নেওয়ার প্রক্রিয়া ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, দেশ জুড়ে ৩০ জুন পর্যন্ত চলবে লকডাউন, তবে তা শুধু কন্টেইনমেন্ট জোনের ক্ষেত্রেই জারি থাকবে ৷ অতএব মালদা জেলার এই এলাকাগুলিতে ৩০শে জুন পর্যন্ত বজায় থাকবে লকডাউন।
মানিকচক থানা
নারিদিয়ারা
ব্রাহ্মণগ্রাম
উত্তর হুকুমটোলা
নারায়নপুর
কালিয়াচক থানা
পটুয়াতলি
সেলিমপুর ভলিতলা
ওল্ড মালদা থানা
বলাটুলি
মুচিয়া
ভূতনি
মানিকনগর
হবিবপুর
নাঙ্গবাহারা
হরিশচন্দ্রপুর
মানকিবাড়ি
রানিপুরা
মহেন্দ্রপুর
ইসলামপুর
খোকরা
লক্ষিপুর
ভাটল, মাধাইপুর
ইংলিশবাজার
কেচুয়াহি
সোনাতলা
Post a Comment