এই প্রথম খুশির ঈদে পাকিস্তানের সেনাকে মিষ্টি দিল না ভারতীয় বিএসএফ
Odd বাংলা ডেস্ক: সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে ৷ পাক সেনার বিরুদ্ধে বারংবার কাশ্মীরে সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের অভিযোগ তুলছে ভারত৷ কূটনৈতিক স্তরেও দুই দেশের সম্পর্কের উন্নতি হয়নি৷ প্রতিবেশী দুই দেশের মধ্যে এই উত্তেজনার প্রভাব পড়ল ঈদের শুভেচ্ছা বিনিময়েও৷ রীতি মেনে পাকিস্তানের সীমান্ত রক্ষা বাহিনী রেঞ্জার্স-দের হাতে এ বছর ঈদে মিষ্টি তুলে দেয়নি বিএসএফ৷ ভারতের সীমান্ত রক্ষা বাহিনী সূত্রেই এই খবর মিলেছে৷ জম্মু থেকে শুরু করে গুজরাত পর্যন্ত ভারত-পাক সীমান্তে কোনও জায়গাতেই এ দিন দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় হয়নি৷
বিএসএফ আধিকারিকরা বলছেন, কাশ্মীরে কোনওভাবেই জঙ্গি অনুপ্রবেশ কমছে না এবং এই সমস্যার জন্য পাকিস্তানের সীমান্ত রক্ষা বাহিনী এবং সেনাকেই দায়ী করছে বিএসএফ৷ এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রতি সৌজন্য দেখানোর কোনও প্রশ্নই ওঠে না বলে মনে করছেন বিএসএফ কর্তারা৷ অতীতে অবশ্য ঈদের অনুষ্ঠানে পাক সেনা এবং রেঞ্জার্স-দের হাতে মিষ্টি তুলে দিয়েছে বিএসএফ৷ পাল্টা দিওয়ালিতে সীমান্তের ওপার থেকেও ভারতীয় জওয়ান এবং বিএসএফ-এর জন্য মিষ্টির প্যাকেট এসেছে৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সৌজন্যের আবহ তৈরি হওয়ার কোনও সম্ভাবনাই দেখছেন না বিএসএফ কর্তারা৷
Post a Comment