ফিলিপাইনে ধেয়ে যাচ্ছে টাইফুন 'ভংফং'
Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের প্রার্দুভাবের মধ্যে এবার প্রাকৃতিক বিপর্যয় টাইফুনের মুখে পড়তে যাচ্ছে এশিয়ার দেশ ফিলিপাইন। ক্যাটাগরি ৩ মাত্রার শক্তির টাইফুনটির প্রভাবে এরইমধ্যে উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। তবে করোনার কারণে নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব পালন নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের।
স্থানীয়ভাবে 'আম্বো' নামে পরিচিতি পাওয়া টাইফুন 'ভংফং' দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় বিকল অঞ্চল দিয়ে বৃহস্পতিবার (১৪ মে) রাতে অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় সর্বোচ্চ ১৫০-১৮৫ কিলোমিটার।
ঝড়ের প্রভাবে প্রবল বষর্ণে বন্যা, ভূমিধসের ঘটনাও ঘটতে পারে। হতে পারে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এজন্য স্থানীয় গভর্নর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
২০২০ সালে উত্তর গোলার্ধে সৃষ্ট প্রথম টাইফুনটি হলো 'ভংফং', যা ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে।
Post a Comment