রাজ্যের পাশে আছে কেন্দ্র, আমফান পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী


Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের ঘূর্ণিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজ্যকে এক হাজার কোটি টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, এদিন তিনি সাধারণ জনগণকে আশ্বস্ত করেছেন তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্যের পাশে দাঁড়াবে কেন্দ্রীয় সরকার। এদিন রাজ্যে এসে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ, যা মোদী জবানিতে একপ্রকার বিরলই বলা চলে। 


যিনি মমতা বন্দোপাধ্যায়ের এক তীব্র সমালোচক ছিলেন, সেই নরেন্দ্র মোদীর মুখেই আজ শোনা গেল মুখ্যমন্ত্রীর প্রশংসা। রাজ্য পরিদর্শনে এসে একটি বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় মানুষকে যেখানে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে চলার কথা বলা হচ্ছে ঘূর্ণিঝড় পরিস্থিতিতে মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হচ্ছে। এই দ্বন্দমুলক পরিস্থিতিতে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ ভালো মতোই লড়াই করে চলেছে। এমনকি যেকোনও প্রতিকূল পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার বাংলার পাশে আছে।
Blogger দ্বারা পরিচালিত.