জানেন কি, ভারতে একটি ১ টাকার কয়েন বানাতে খরচ পড়ে এক টাকারও বেশি
Odd বাংলা ডেস্ক: এক টাকায় আজ আর কিই বা হয়! কিন্তু ১০০ টাকা থেকে যদি ১ টাকা নিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু আর তাকে ১০০ টাকা বলা যাবে না, বলতে হবে ৯৯ টাকা। সুতরাং দেখতে গেলে ১ টাকারাও মূল্য অনেক। কিন্তু জানেন কি ভারতে একটি একটাকার কয়েন বানাতে খরচ পড়ে ১ টাকারও বেশি। এই তথ্য পাওয়া গিয়েছে তথ্যের অধিকার আইনের বলে। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুসারে, একটি ১ টাকার কয়েন বানাতে সরকারের খরচ হয় ১.১১ টাকা।
অর্থাৎ একটি ১ টাকার কয়েনের উৎপাদনমূল্য কিন্তু এর বাজারমূল্য থেকে ১১ পয়সা বেশি। অন্যদিকে একটি ২ টাকার কয়েন বানাতে সরকারের গড়ে খরচ হয় ১.২৮ টাকা। একটি ৫ টাকার কয়েন বানাতে সরকারের গড়ে খরচ হয় ৩.৬৯ এবং একটি ১০ টাকার কয়েন বানাতে সরকারের গড়ে খরচ হয় ৫.৫৪ টাকা।
Post a Comment