স্মরণে ইরফান, থিয়েটারে মহড়া থেকে ফুচকা খাওয়া- ছবিতেই জীবন্ত পুরনো স্মৃতি


Odd বাংলা ডেস্ক: শিল্পীদের মৃত্যু হয় না। কারণ শিল্পীরা অমর হয়ে থাকেন তাঁদের কাজের মধ্যে দিয়ে। তেমনই ইরফান খান। তাঁর মৃত্যুর পরও বিভিন্ন মহলে এখও তাঁর কাজ নিয়ে একইরকম চর্চা হচ্ছে। এমনই অসামান্য প্রতিভাধর ব্যক্তিকে নিয়ে চর্চা-আলোচনা হবে সেটাই স্বাভাবিক। প্রয়াত অভিনেতার স্মরণে তাঁর কিছু অ-দেখা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইরফান-পুত্র বাবিল খান। 






A post shared by Babil Khan (@babil.i.k) on
ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়াকালীন ইরফানের কিছু ছবি শেয়ার করেছেন বাবিল।

'অনেকদিন ধরে যখন আপনি ডায়েট করছেন, এরপর শ্যুটিং শেষ হওয়ার পর যখন ফুচকা খাওয়া হয়'- ইরফানের ফুচকা খাওয়ার ছবি শেয়ার করে এমন ক্যাপশন দিয়েছেন বাবিল




A post shared by Babil Khan (@babil.i.k) on
ছেলের সঙ্গে বিদেশে কোনও এক কফিশপ বা রেস্তোরাঁয়...

বাবা ইরফানের কাঁধে ছেলে বাবিল

বড় হওয়ার পরও বাবা-ছেলের কেমিস্ট্র কতটা গভীর, তা প্রমাণিত হয় এই ছবি থেকেই। 
Blogger দ্বারা পরিচালিত.