আমেরিকা করতে চলেছে পারমাণবিক বিস্ফোরণ, তৈরি হতে পারে বিশ্বযুদ্ধের বাতাবরণ
Odd বাংলা ডেস্ক: ১৯৯২ সালের পর আমেরিকার তরফে আর কোনও পারমাণবিক বিস্ফোরণ হয়নি। কিন্তু এবার হোয়াইট হাউসে জোর গুঞ্জন যে আমেরিকা একটি পারমাণবিক বিস্ফোরণ করতে পারে। মূলত রাশিয়া ও চিনকে নিজের শক্তি প্রদর্শণ করতেই এই বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে জানাচ্ছে রাশিয়া টিভির একটি বিশেষ সূত্র। ইতিমধ্যেই ট্রাম্প এই বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনার ফলে আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন মূলত করোনা ভাইরাসের চিনের ষড়যন্ত্র মনে করছে আমেরিকা। আর এর যোগ্য জবাব দিতেই এই বিস্ফোরণ ঘটাবে শক্তিধর দেশটি।
'In a stunning display of arrogance, ignorance, and hubris, President Trump’s new arms control czar threatens to spend America’s adversaries into “oblivion” in any new arms race. But the joke is on him.'— RT (@RT_com) May 22, 2020
- @RealScottRitter https://t.co/kxJfJsByYB
তথ্যসূত্র: www.rt.com
Post a Comment