গাছ পড়ে রাস্তা বন্ধ, সুযোগ বুঝে দাম আগুন সবজির
Odd বাংলা ডেস্ক: কোনদিকে যাবে মানুষ? হাতে টাকা নেই। মাথায় ছাদ নিয়েছে আমফান। চিন্তাতে রেখে দিয়েছে করোনা। নয়া সমস্যা সবজির দাম। আমফানের প্রভাব যে সবজি বাজারে এত দ্রুত পড়বে ভাবতে পারেনি রাজ্যের মানুষ। প্রত্যেক সবজির ক্ষেত্রে অন্তত ২০ টাকা দাম বেড়েছে পাইকারি বাজারে। মানুষ জানে এই দাম অযাচিত। কিন্তু যাবেই বা কোথায়? সব বাজারই বন্ধ। উপরি পকেট কাটছে আমফান।
আমফানের জেরে হাওড়া থেকে কলকাতা সর্বত্রই গাছ পড়ে রাস্তা বন্ধ। বহু জায়গাতেই জল জমে রয়েছে। ফলে যে সব সবজি বিক্রেতারা ট্রলি নিয়ে পাড়ায়, পাড়ায় বিক্রি করছিলেন তারাও কয়েকদিন আসতে পারেননি। লাভ তোলার জেরে সমস্যায় মধ্যবিত্তের পকেট।
গড়িয়াহাটের বাসিন্দা নৃপেন ঘোষ। তিনি জানালেন, ‘কাঁচকলা প্রতি কলা অনুযায়ী দাম হয় , লেবু বিক্রি হয় ওই একইভাবে। বেগুন যে দুটো দশটাকা নিয়ে নেবে ভাবতে পারিনি। প্রথমে ভাবলাম ভুল শুনছি। হয়তো ২০০ গ্রাম ১০ টাকা, ওই ৫০ টাকা কিলো। ভুল শুধরে পকেট কেটে নিয়ে গেল।’ ‘এই কাঠফাটা গরমে পটল নাকি ৬০ টাকা কিলো। গায়ে লাগে না, বলুন’, জানালেন তিনি।
ঢেঁড়শও ৫০ টাকা কিলো। ততোধিক বেশি দাম মাংসের। মুরগির মাংস ২৫০ টাকা কেজি। পাঁঠা তো পকেট নয়, গলা কাটা দাম ৯০০ টাকা কিলো। তাই রবিবারেও অনেকে মাছের দিকে ঝুঁকলেন।
Post a Comment