উত্তরাখণ্ডে দাবানলের ভুয়ো ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, জানাল রাজ্য সরকার ও বনবিভাগ
Odd বাংলা ডেস্ক: দাবানলে জ্বলছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ বনাঞ্চল আর এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় যেসব ছবিকে উত্তরাখণ্ডের দাবানল বলে চিহ্নিত করা হচ্ছে তার অধিকাংশ ছবিই ভুয়ো- এমনটাই দাবি করা হয়েছে উত্তরাখণ্ডের বনবিভাগের তরফে।
প্রধান বন সংরক্ষক (বন দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা) বি কে গাঙ্গটে বলেছেন, এই বছর দাবানলকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে, এর অন্যতম কারণ হল নিয়মিত বৃষ্টিপাত। পাশাপাশি লকডাউনের জেরে কম সংখ্যক মানুষের আনাগোনা এবং অত্যাধুনিক ব্যবস্থাপনার কারণে এ বছর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়া ছবি ভাইরাল হওয়ার পরে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী টুইটারে জানিয়েছেন যে, দাবানলগুলির প্রভাব ততটাও নয়, যতটা প্রচার করা হচ্ছে। তিনি টুইট করেছেন, "সোশ্যাল মিডিয়ায় চিলি এবং চিনের দাবানলের কিছু পুরনো ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি যাতে এই ধরনের অনুপ্রাণিত প্রচারকে বিশ্বাস না করা হয়। গতকাল পর্যন্ত অগ্নিকাণ্ডের যে ঘটনা জানা গিয়েছে, তাতে আগের বছরের তুলনায় দাবানলের প্রভাব অনেকটাই কম।"
Post a Comment