এবার থেকে মাস্ক না পরলে হতে পারে ৩ বছরের জেল এবং ৫৫ হাজার ডলার জরিমানাও!


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় মাস্ক পরাটা বাধ্যতামুলক। আর এই নিয়ম না মানলে জেল বা জরিমানা অথবা উভয়ই হতে পারে। এমনটাই জানিয়ে দিল কুয়েত এবং কাতার সরকার। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেউ যদি মাস্ক ছাড়া বাইরে বেরোন, তাহলে তাঁর ৩ মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে কাতারে এর জন্য শাস্তির মেয়াদ বাড়বে ৩ বছর পর্যন্ত!

কুয়েতে সর্বাধিক জরিমানা হতে পারে ৫০০০ দিনার (১৬,২০০ ডলার) এবং কাতারে জরিমানা হবে ২০০,০০০ রিয়ালস (৫৫,০০০ জলার)। 

ছয়টি উপসাগরীয় রাজ্যে এখনও পর্যন্ত প্রায় ১৩৭,৪০০ মানুষ করোনায় সংক্রামিত হয়েছে, ভাইরাসের হানায় প্রাণ হারিয়েছেন প্রায় ৭০০ মানুষ! প্রাথমিকভাবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে এমন মানুষের শরীরে করোনার উপসর্গ ধরা পড়ছিল, তবে পরে থেকে স্বল্প আয়ের পরিযায়ী শ্রমিকরাও এই ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে। আর সেই কারণেই মাস্ক নিয়ে এমন কড়াকড়ি শুরু হয়েছে কুয়েত-কাতারে। 
Blogger দ্বারা পরিচালিত.