যৌনমিলনের লোভ দেখিয়ে পুরুষ পঙ্গপাল-কে দিয়ে ফসল নষ্ট করায় স্ত্রী পঙ্গপাল, অদ্ভুত জীবনচক্র লোকাস্টা মাইগ্রোটোরিয়ার



Odd বাংলা ডেস্ক: গোটা দেশ জুড়ে এখন পঙ্গপালের আতঙ্ক। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত এই পঙ্গপালের জীবনচক্র। এই পঙ্গপালের ক্ষেত্রেও পুরুষরা বড়ই নিরীহ। অন্যদিকে স্ত্রী পঙ্গপালই মূল কাজটা করে। ব্যাপারটা আরও খোলসা করে বলি তাহলে আপনাদের। 

এই পরিযায়ী পঙ্গপালদের বৈজ্ঞানিক নাম লোকাস্টা মাইগ্রোটোরিয়া। এখন এই পঙ্গপালরা ফসলের ওপর হামলা চালায় কেন সেটা জানা দরকার।   পঙ্গপাল হল Acrididae পরিবারে ছোট শিংয়ের বিশেষ প্রজাতি যাদের জীবন চক্রে দল বা ঝাঁক বাধার পর্যায় থাকে। এই পতঙ্গগুলো সাধারণত একাই থাকে কিন্তু বিশেষ অবস্থায় তারা একত্রে জড়ো হয়। তখন তাদের আচরণ ও অভ্যাস পরিবর্তিত হয়ে সঙ্গলিপ্সু হয়ে পড়ে। এইখানেই হয় সমস্যা সঙ্গমের তাড়নায় পুরুষ পঙ্গপাল একের পর এক নারী পঙ্গপালদের গর্ভবতী করতে থাকে। ফলে তাদের সন্তান উৎপাদনের সংখ্যাও বেড়ে যায়। আর এই সময় সেই পুরুষ পঙ্গপালদের মস্তিষ্কে থাকা Serotonin (সেরোটোনিন) পদার্থ তাদের মধ্যে আচরণগত পরিবর্তনের সূত্রপাত করে। এর ফলে তারা খুব আক্রমণাত্মক হয়ে ওঠে। স্ত্রী পঙ্গপালদের যাতে খাদ্যের অভাব না হয় তাই তারা ঝাঁক বেঁধে পরিযায়ীদের মতো আচরণ শুরু করে দেয়। ক্রমাগত সঙ্গম করতে থাকে উড়তে উড়তেই। আর সেই সঙ্গে খিদের জ্বালা মেটানোর জন্য জমির ফসলের ওপর ঝাঁক বেঁধে নেমে আসে। পূর্নবয়স্ক পঙ্গপাল শক্তিশালী উড্ডুক্কু তারা অনেক দূর পর্যন্ত উড়তে পারে আর পথে যেখানেই থামে সেখান থেকে ফসল খেয়ে শক্তি অর্জন করে। আর বিশেষ সময়ে তারা যৌনমিলনে জন্য পাগল হয়ে থাকে। স্ত্রী পঙ্গপাল এক প্রকার সঙ্গমের লোভ দেখিয়ে তাদের সঙ্গে নিয়ে হামলা চালায় চাষের জমিতে। অনেকে হয়তো এটা জানেন না, সদ্য জন্মানো পঙ্গপালের পাখনা থাকে না। তখন সেই শিশু পঙ্গপালগুলিকে পিঠে করে নিয়ে যায় প্রাপ্তবয়স্ক পঙ্গপালরা।  

তথ্যসূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক
Blogger দ্বারা পরিচালিত.