আমফান আতঙ্কের মধ্যে চোখ রাঙাচ্ছে করোনা, রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ৩,৪৫৯
Odd বাংলা ডেস্ক: আমফানের ভ্রুকুটির মধ্যেই চোখ রাঙাচ্ছে আমফান। রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩,৪৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। পাশাপাশি এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। অর্থাৎ মৃতের সংখ্যা প্রায় দু'শো ছুঁই ছুঁই। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের! অন্যদিকে কো-মর্বিডির কারণে মারা গিয়েছেন আরও ৭২ জন করোনা পজিটিভ। তবে স্বস্তির খবর এই যে, এরাজ্যে এখনও পর্যন্ত ১,৯০৯ জন চিকিৎসাধীন। আর করোনা যুদ্ধ জিতে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,২৮১ জন।
Post a Comment