লকডাউনে রাজ্যে নতুন নিয়ম-কানুন, একগুচ্ছ ক্ষেত্রে ছাড় দিল সরকার


Odd বাংলা ডেস্ক: দেশজুড়ে চলতে থাকা চতুর্থ দফার লকডাউনের প্রথম দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একাধিক ক্ষেত্রে লকডাউন শিথিল করে দেওয়ার কথা ঘোষণা করলেন। এদিন তিনি জানান-

১) সব শিল্পক্ষেত্র চালু করা যাবে, সেক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি খোলা যাবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস, তবে কাজ করতে হবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।

২) আগামী ২১ মে থেকে সমস্ত বড়, মাঝারি দোকান খুলে দেওয়া হবে, তবে দোকানদারদের অতি অবশ্যই  গ্লাভস এবং মাস্ক পরতে হবে।

৩) খোলা যাবে সেলুন এবং বিউটি পার্লারও। তবে প্রত্যেকের চুল, দাড়ি কাটার পরে কাঁচি, চিরুনি এবং অন্যান্য উপকরণ ভাল করে স্যানিটাইজ করে নিতে হবে।

৪) খোলা যাবে হোটেল। তবে খোলার আগে অবশ্যই স্যানিটাইজ করতে হবে। মানতে হবে সামজিক দূরত্বও।

৫) আগামী ২১ মে থেকে 'এ' চিহ্নিত কনটেনমেন্ট জোন বাদে অন্যান্য জায়গায় আন্তঃজেলা বাস চলবে। কিন্তু সেক্ষেত্রেও সামাজিক দূরত্ব বিধি অবশ্যই মেনে চলতে হবে। সরকারি বাস চালাবে। বেসরকারি বাস মালিকরাও নিয়ম মেনে চালাতে পারেন, বলে জানালেন প্রধানমন্ত্রী। 

৬) ২৭ মে থেকে অটো চালানো যাবে। তবে সর্বাধিক দু-জন করে যাত্রী নেওয়া যাবে।

৭) ২৭ মে থেকে দোকান খুলতে পারবেন হকাররা। তবে সেক্ষেত্রে মেনে চলতে হবে জোড়, বিজোড় নীতি। পুলিশ হকার কমিটিগুলির সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করবে। হকারদের জন্য বিশেষ পাস দেবে পুলিশ, তা মেনেই হকারদের ব্যবসা করতে হবে। সেক্ষেত্রেও দোকানদারদের মাস্ক ও গ্লাভস ব্যবহার বাধ্যতামূলক।

অন্যদিকে কোনও শপিং মল খোলা যাবে না। তবে মলের ভিতরে কোনও বেসরকারি অফিস থাকলে, তা খোলা যাবে। মাঠে খেলাধূলা চালু করা যাবে। তবে মাঠে কোনও দর্শক থাকতে পারবে না, বলে জানালেন মুখ্যমন্ত্রী। 

নাইট কারফিউ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, নাইট কার্ফুর নামে মানুষের ভোগান্তি ঠিক নয়। 'আমরা সরকারিভাবে কার্ফু ঘোষণা করছি না। কিন্তু বেআইনি জমায়েত করলে পুলিশ ব্যবস্থা নেবে।' তিনি আরও বলেন. ইতিমধ্যে ১৬টি ট্রেন রাজ্যে এসে গিয়েছে। তবে তিনি অন্যান্য রাজ্যকে পরিযায়ী শ্রমিকদের যত্ন নেওয়ার আবেদন জানান। তিনি আরও বলেন, রাজ্যের তরফে ১০০টি ট্রেন বুক করা হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে আরও ১২০টি ট্রেন চাওয়া হবে। প্রতিদিন ১০টি করে ট্রেন ঢুকবে রাজ্যে। ২৩৫টি ট্রেনের সব খরচ বহন করবে রাজ্য সরকার।
Blogger দ্বারা পরিচালিত.