কানে জামা-কাপড়ের ক্লিপ লাগান, আর ম্যাজিক দেখুন
Odd বাংলা ডেস্ক: বহু মানুষই শারীরিক কিছু ব্যাথায় ভোগেন। যেমন সানন্যাস থেকে পেটের ব্যাথা, ঘাড়ের ব্যাথা, গাঁটের ব্যাথা,মাথা ধরা, পিঠের ব্যাথা, বুকের ব্যাথা। এর জন্য অনেকে নানা ধরনের ওষুধ পত্র নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়াতেও ভোগেন। কিন্তু, জানেন কি হাতের কাছে এমন এক চিকিৎসা আছে যাতে মুহূর্তে ব্যাথা থেকে মিলতে পারে রেহাই।
এই চিকিৎসা পদ্ধতির নাম ‘রিফলেক্সোলজি’। এই পদ্ধতির চিকিৎসায় কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ‘রিফলেক্সোলজি’-র নানা ধরণের চিকিৎসা আছে, যার মধ্যে খুবই জনপ্রিয় ‘জামা-কাপড়ের ক্লিপ’ দিয়ে ব্যাথা তাড়ানো। কানের লতির বিভিন্ন অংশে জামা-কাপড়ের ‘ক্লিপ’ কিছু সময়ের জন্য আটকে রাখুন, তাহলেই মুহূর্তে ব্যাথা হয়ে যাবে দূর।
কানের লতির বিভিন্ন অংশে ‘ক্লিপ’ লাগানোর আবার ভিন্ন ভিন্ন ফল আছে। যেমন- ছবিতে উল্লেখ করা
১ নম্বর স্থানটিতে ‘ক্লিপ’ লাগালে রেহাই মিলবে পিঠের ও কাঁধের ব্যাথা থেকে।
২ নম্বর স্থানে ‘ক্লিপ’ লাগালে শরীরের কোনও অঙ্গেপ্রতঙ্গের ব্যাথা দূর হবে।
৩ নম্বর স্থানে ‘ক্লিপ’ লাগালে ‘জয়েন্ট’-এর ব্যাথা উপশম হবে।
৪ নম্বর স্থানে ‘ক্লিপ’ লাগালে ‘সাইন্যাস ও গলা ব্যাথা’ থেকে রেহাই পাবেন।
৫ নম্বর স্থানে ‘ক্লিপ’ লাগালে ‘হজম’ ভালো হবে।
৬ নম্বর স্থানে ‘ক্লিপ’ লাগালে ‘মাথা ও বুকের ব্যাথা’ থেকে রেহাই পাবেন।
Post a Comment