গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৭২ জন, সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪২,৫৩৩
Odd বাংলা ডেস্ক: আজ থেকে সারা ভারত লকডাউনের তৃতীয় পর্যায়ে প্রবেশ করল। তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ১৭ মে পর্যন্ত। তৃতীয় দফার লকডাউনে অবশ্য দেশজুড়ে একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই লকডাউন পরিস্থিতির মধ্যেই ব্যপক মাত্রায় বাড়ছে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা।
Total number of #COVID19 positive cases in India rises to 42,533 including 29,453 active cases,11,707 cured/discharged/migrated and 1373 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/zqwLyTceUO— ANI (@ANI) May 4, 2020
গত চব্বিশ ঘ্ণ্টায় নতুন করে ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৫৫৩ জন। লকডাউনে ৪১তম দিনে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে ৪২ হাজার ছাড়িয়ে গেল। সংখ্যাটা সোমবার সকাল পর্যন্ত ৪২,৫৩৩-এ দাঁড়িয়ে। পাশাপাশি মৃতের সংখ্যা গিয়ে পৌঁছাল ১৩৭৩-এ। তবে ইতিমধ্যেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছে ১১,৭০৬ জন রোগী।
গত ২৯ এপ্রিল সারা দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ছিল ২৯,৯৭৪। আজ তা ৪২ হাজার ছাড়িয়েছে। যার ফলে সংক্রামিতের সংখ্যা ১০ হাজার বেড়েছে মাত্র ৫ দিনে। কিন্তু এর পরেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, করোনা রোগীর সুস্থ হওয়ার হারও বাড়ছে।
Post a Comment