করোনা মামলায় চিনকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত, দেশে আক্রান্ত ৮৫ হাজার ছাড়াল
Odd বাংলা ডেস্ক: নিরন্তর বেড়ে চলেছে সংখ্যাটা, আর এবার করোনা আক্রান্তের নিরিখে চিনকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে শুক্রবার রাতেই দেশের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াল ৮৫,২১৫। যার ফলে আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের ক্রমতালিকার ১১ নম্বরে অবস্থান করছে ভারত। আর ১২ নম্বরে রয়েছে চিন।
প্রসঙ্গত, ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট বলছে চিনে করোনা আক্রান্তের সংখ্যা শুক্রবার রাত পর্যন্ত ৮২,৯৩৩ জন। তবে আক্রান্তের সংখ্যা বেশি হলেও ভারতের মৃত্যুর হার কিন্তু চিনের তুলনায় কম। ভারতে যেখানে মৃত্যুর হার ৩.২% সেখানে চিনের মৃত্যুর হার ৫.৫%।
চিনের এখন করোনা আক্রান্তের সংখ্যা গত ২ মাস ধরে শামুকের গতিতে বাড়ছে। প্রায় তিন মাস আগে চিনে মোট সংক্রমণটি ৮০,০০০ ছাড়িয়ে গিয়েছিল, তবে গত কয়েকদিনে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। গত এক মাসে চিনে করোনা আক্রান্ত হয়ে একটিও মৃত্যুর ঘটনা ঘটেনি। অন্যদিকে গত কয়েক দিন ধরে, ভারত প্রতিদিনে গড়ে প্রায় ৪০০০ টি কেস নথিভুক্ত করা হচ্ছে।
Post a Comment