শ্রমিক ট্রেনে টানা ৬ ঘণ্টা করোনায় মৃত স্বামীর দেহ নিয়ে এলেন স্ত্রী, কোয়ারেন্টাইনে গেলেন ২০০ জন
Odd বাংলা ডেস্ক: গত মঙ্গলবার মুম্বই থেকে লখনউ এসেছিল শ্রমিক স্পেশাল একটি ট্রেন। এই ট্রেনে করে ফিরছিলেন একজন মহিলা, তাঁর ফটোগ্রাফার স্বামী এবং তাঁদের আর এক আত্মীয়। কিন্তু ট্রেনের মধ্যেই মৃত্যু হয় ওই ফটোগ্রাফারের। স্বামীর মৃতদেহ নিয়ে ওরাই থেকে লখনউ-এ দীর্ঘ ৬ ঘণ্টা ট্রেনে করে ফিরেছেন ওই মহিলা। পরে টেস্ট করে জানা যায় ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে তুমুল উত্তেজনা। জানা গিয়েছে ওই কোচে আরও ২০০ জন যাত্রী, পুলিশ এবং ডাক্তাররা যাঁরা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাঁদের সকলের করোনা টেস্ট করা হবে বলেও জানা গিয়েছে।
সূত্রের খবর, যেখানে তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়েছিল, সেই ময়নাতদন্দ অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে স্যানিটাইজেশনের কাজ চলছে, পাশাপাশি সমস্ত কর্মী এবং চিকিৎসকদেরও কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাঁদের স্যাম্পেলও সংগ্রহ করা হয়েছে এবং তা টেস্টও করা হবে।
Post a Comment