বদলে যাচ্ছে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, কী করতে হবে আজই জানুন



Odd বাংলা ডেস্ক: গত পয়লা এপ্রিল দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চারটি বড় ব্যাঙ্কে সংযুক্তিকরণ হয়েছে৷ এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করেছিল সরকার ৷ খুব শীঘ্রই সেই অর্ডিন্যান্স-এ চূড়ান্ত অনুমোদন দেবে সরকার৷ তার পরেই ৪ ব্যাঙ্কের সংয়ুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই জানা গিয়েছে ৷ এর ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা কমে ১২ হবে ৷ গত বছর অর্থাৎ ২০১৯ সালের অগাস্ট মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ ১০ ব্যাঙ্কের সংযুক্তিকরণের কথা ঘোষণা করেছিলেন ৷ ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে মিশে গিয়েছে৷ অন্যদিকে কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্ক মিশে যাবে৷এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে মিশবে ইন্ডিয়ান ব্যাঙ্ক৷ কর্পোরেশন ব্যাঙ্ক ও অন্ধ্র ব্যাঙ্কের সঙ্গে মিশে গিয়েছে ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে৷ এই মার্জারের পরে ভারতীয় স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইউকো ব্যাঙ্ক - এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি খাকছে৷ ২০১৭ সালে কেন্দ্রীয় সিদ্ধান্তে স্টেট ব্যাঙ্কের সঙ্গে বেশ কয়েকটি ব্যাঙ্ক মিশে গিয়েছিল ৷ সেই ব্যাঙ্কগুলি হল স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাঙ্ক অফ মহীশূর, ভারতীয় মহিলা ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কের মার্জারের পরে গ্রাহকদের উপরে সরাসরি যে যে বিষয়ে প্রভাব পড়বে ৷ গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট নম্বর ও কাস্টমার আইডি দেওয়া হতে পারে, যাঁদের নতুন অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড দেওয়া হবে তাঁদের আয়কর দফতরের কাছে নতুন আয়ের বিবরণী জমা দিতে হবে, বিমা সংস্থা, মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিম ইত্যাদি আপডেট করতে হবে ৷ এসআইপি বা ঋণের ইএমআইয়ের ক্ষেত্রে নতুন স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ফর্ম পূরণ করতে হতে পারে৷ নতুন ডেবিট, ক্রেডিট কার্ড ও চেক বই ইস্যু করা হতে পারে ৷ ফিক্সড ডিপোজিট কিংবা রেকারিং-এ সুদের কোনও পরিবর্তন হবেনা, যেই সুদের হারে অটোলোন, হোমলোন বা পার্সোনাল লোন দেওয়া হয়েছিল, সেই  হারই অপরিবর্তিত থাকবে ৷ 
Blogger দ্বারা পরিচালিত.