কোন বিভীষিকার দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব? ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দেড় লাখ


Odd বাংলা ডেস্ক: বিশ্বে এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। আক্রান্তের হিসেবে এক দিনে এটি সর্বোচ্চ সংখ্যা। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়েসাস এ তথ্য জানিয়েছেন। গতকালের আক্রান্তের এই সংখ্যা তাদের হাতে এসেছে জানিয়ে টেডরস আধানম বলেন, ‘আক্রান্তের প্রায় অর্ধেকই জানানো হয়েছে আমেরিকার, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যেও বিপুল সংখ্যকের তথ্য জানানো হয়েছে। একই সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, সংক্রমণ বাড়ার মধ্যেও লকডাউনে মানুষ বিরক্ত হয়ে পড়ায় বিশ্বে করোনাভাইরাসের মহামারির একটি ‘নতুন ও বিপজ্জনক ধাপে’ প্রবেশ করেছে। করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৪ লাখ ৫৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। আর আক্রান্ত হয়েছে প্রায় ৮৪ লাখ মানুষ। প্রাদুর্ভাব কমে আসায় ইউরোপে লকডাউন বা নিষেধাজ্ঞা শিথিল শুরু করলেও আমেরিকা ও এশিয়ার কিছু দেশে ভাইরাসের সংক্রমণ বেড়ে চলছে।
Blogger দ্বারা পরিচালিত.