আমেরিকা থেকে ১০০টি ভেন্টিলেটার আসছে ভারতে, রোগীরা পাবেন উন্নত চিকিৎসা পরিষেবা


Odd বাংলা ডেস্ক: আগেই ভারতকে করোনা মোকাবিলার জন্য ভেন্টিলেটার পাঠাবেন বলে জানিয়েছিলেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইমতো ১০০টি উচ্চ প্রযুক্তির ভেন্টিলেটর, যা একটি জীবনদায়ী চিকিৎসা সরঞ্জাম, সোমবার এসে পৌঁছাচ্ছে ভারতে। প্রথম দফায় ১০০টি ভেন্টিলেটার অনুদান হিসাবে আমেরিকা থেকে ভারতে আসছে। ভেন্টিলেটারগুলি মার্কিন কোম্পানি জোল (Zoll), যেটি শিকাগো-তে অবস্থিত, যারা এই ভেন্টিলেটারটি তৈরি করছে।   

এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, সোমবার প্রায় ১০০টি ভেন্টিলেটর অনুদান হিসাবে আমেরিকা থেকে আসছে। ভেন্টিলেটারগুলি এয়ার ইন্ডিয়ার বিমানের মাধ্যমে ভারতে আসবে। যা পুরোপুরিভাবে ইন্ডিয়া রেড ক্রস সোসাইটি (IRCS) দ্বারা পরিচালিত। 

ভেন্টিলেটারগুলি ভারতে পৌঁছে যাওয়ার পরে আইআরসিএস-এ একটি ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান করা হবে। তারপর ভেন্টিলেটারগুলি হাসপাতালে হাসপাতালে বিতরণ করা হবে, যাতে কোভিড রোগীরা আরও উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিতে পারে।  
Blogger দ্বারা পরিচালিত.