দুধের ডেয়ারির ১৩জন কর্মী করোনা পজিটিভ, আতঙ্কে গোটা রাজ্য
Odd বাংলা ডেস্ক: রাজস্থানের যোধপুরে অবস্থিত সরস ডেয়ারি প্লান্টের ১৩ জন কর্মীর শরীরে করোনা ভাইরাস মিলেছে। সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকারের নির্দেশ অনুসারে কর্মীদের করোনা টেস্ট করানো হয় কর্তৃপক্ষের তরফে। তারপরেই জানা গিয়েছে ওই প্লান্টের ১৩ জন কর্মী করোনা আক্রান্ত। এখন এই প্লান্ট থেকে দুধ যায় প্রায় গোটা রাজস্থানে। এমতাবস্থায় কার্যত আতঙ্কে পড়েছেন রাজ্যের মানুষ।
যদিও প্লান্টের ডিরেক্টর জানিয়েছেন যে ওই ১৩জন দুধের সঙ্গে সরাসরি স্পর্শে আসেনি। বরং তারা সবাই মূলত রিফিলিং সেকশনে কাজ করত। তবু প্লান্টের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে যদি তারা দেখে যে এই ক্ষেত্রে কোনও আশঙ্কার বিষয় রয়েছে তাহলে তারা অবিলম্বে তাদের প্রোডাকশন চেন বন্ধ করে দেবে।
Post a Comment