দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের গন্ডি ছাড়াল, একদিনে সর্বোচ্চ আক্রান্ত ১৫,৪১৩!


Odd বাংলা ডেস্ক: গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ১৫ হাজার ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে, যার ফলে সারা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের গন্ডি পেরলো। সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৪৬১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ সকালেই সারা দেশে করোনা আক্রন্তের সংখ্যা এক লাফে এতটাই বেড়ে গিয়েছে তাতে করে দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের গন্ডি পেরলো। 

অন্যদিকে শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্য হয়েছে ৩০৬ জনে। যার ফলে এখনও পর্যন্ত সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৩,২৫৪ জনের। সারা বিশ্বের মধ্যে মহামারিতে ক্ষতিগ্রস্থ দেশগুলর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রসঙ্গত, গত চারদিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড সংখ্যায় বাড়ছে।,

সারা দেশে এখনও পর্যন্ত প্রায় ২.২৭ লক্ষ লক্ষ মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন। আজ সকালে দেশটিতে করোনায় সুস্থতার হার ৫৫.৪৮ শতাংশে দাঁড়িয়েছে।

শনিবার ভারতে রেকর্ড সংখ্যক অর্থাত ১.৯ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে পরীক্ষিত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৮,০৭,২২৬। 
Blogger দ্বারা পরিচালিত.