মারাত্মক হারে বাসভাড়া বাড়ল, মাথায় হাত যাত্রীদের



Odd বাংলা ডেস্ক: বাংলাদেশে এক ধাক্কায় বাসভাড়া বাড়ছে ৬০ শতাংশ । রবিবার এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হয় । সোমবার থেকেই বর্ধিত ভাড়া গুনতে হবে যাত্রীদের । মানে ১০০ টাকার ভাড়া বেড়ে হল ১৬০ টাকা।  ৬৬ দিনের লকডাউন শেষে রবিবার থেকে সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল শুরু হয়েছে । এবার শুরু হবে বাস পরিষেবা । করোনা মহামারীর রুখতে স্বাস্থ্য বিধি মেনে বাসে কম যাত্রী তুলতে হবে। তাই ভাড়া না বাড়ালে যাত্রী পরিবহন সম্ভব নয়, এমনটাই জানান হয় । এরপর এদিন নির্দেশিকা জারি করে ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে । সোমবার থেকে বাসে উঠলে বর্ধিত ভাড়া দিয়ে হবে যাত্রীদের । লকডাউন উঠে গিয়েছে বাংলাদেশে । দীর্ঘ ৬৬ দিন পর খুলেছে দেশের অফিস-কাছারি, দোকান-পাট । তবে আপাতত বন্ধ থাকবে শুধু শিক্ষা প্রতিষ্ঠান । রবিবার থেকেই দেশজুড়ে ট্রেন ও লঞ্চ চলাচল শুরু হচ্ছে। সোমবার থেকে পথে নামবে বাস।
Blogger দ্বারা পরিচালিত.