যৌন মিলনের পর যে ৭টি কাজ ভুলেও করবেন না




Odd বাংলা ডেস্ক: যৌন মিলন অবশ্যই আনন্দদায়ী ঘটনা। কিন্তু যৌনক্রিয়ার পরে কী কী করা উচিৎ নয় তা কী জানেন?

১. যৌন মিলনের পরেই ঘুমিয়ে পড়বেন না। এতে যৌনতার আনন্দ-উপভোগ কিন্তু অনেকটা কমে যায়।
২. মিলন শেষ হওয়া মাত্রই ওয়াশরুমের দিকে দৌড়বেন না। এতে আপনার সঙ্গীর মনে আঘাত লাগার সম্ভাবনা থাকে। তার চেয়ে মিলনের পরের মুহূর্তগুলি দু’জনে একসঙ্গে উপভোগ করু‌ন।
৩. মিলনের শেষেই কানে ফোন তুলে নিয়ে অফিসের আলোচনা শুরু করে দেবেন না। এতে আপনার সঙ্গীর মনে হবে, আপনি যৌনক্রিয়া শেষ হওয়ার জন্যই বুঝি অপেক্ষা করছিলেন।
৪. মিলনান্তে হাতে বই তুলে নেবেন না। তাহলে আপনার সঙ্গীর মনে হতে পারে, আপনি যৌন মুহূর্তেও আপনার পড়ার কথা ভাবছিলেন‌।
৫. মিলনের শেষে আলাদা আলাদা বিছানায় না শোওয়াই ভাল। নিজের সঙ্গীকে ভালবাসার পরে তাকে ছেড়ে যাওয়া প্রেমের আনন্দ মাটি করে দিতে পারে।
৬. বহু ক্ষেত্রেই মায়েরা মিলনের পরে সন্তানকে নিজেদের বিছানায় নিয়ে এসে ঘুম পাড়ান। এটা মিলনসঙ্গীর পক্ষে অত্যন্ত অসুবিধাজনক হতে পারে। মিলনের পরে কিছুক্ষণের জন্য সন্তানকে দূরে সরিয়ে রেখে দু’জনে একান্তে।
৭. মিলনের শেষে কিছু খাবেন না। মিলনের যাবতীয় উত্তেজনাকে মাটি করে দিতে পারে এই অভ্যাস।
Blogger দ্বারা পরিচালিত.