বাড়ি থেকে মেরে তাড়িয়ে দিয়েছে ছেলে, লকডাউনে এখন বৃদ্ধার আশ্রয় ফুটপাত



Odd বাংলা ডেস্ক: ভারতীয় সংবাদমাধ্যমের অন্যতম খ্যাতনামা সাংবাদিক বরখা দত্ত। তারই অনলাইন ভিডিও চ্যানেলে খবরটি প্রকাশ পেয়েছে। মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে এভাবেই বসে রয়েছেন লীলাবতি। বৃদ্ধার বয়স হয়েছে ৭০। তার এক ছেলে থাকে মুম্বইয়ে অন্যজন থাকে দিল্লিতে। মুম্বইয়ে ছেলেকে দেখতে এসেছিলেন। আর সেই ছেলে তাকে ধাক্কা মেরে বের করে দিয়েছে বাড়ি থেকে। শুধু তাই নয় বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করেছে সেই ছেলে। লীলাবতি জানাচ্ছেন তাকে হয়তো তার দিল্লির ছেলেও বাড়িতে ঢুকতে দেবে না। কিন্তু সেখানে সে অন্তত চেয়ে, ভিক্ষা করে খেতে পারবে। তার ছেলেরা তাকে দেখে না। আর তাই সে এভাবে দুঃখে-কষ্টে জীবন কাটাচ্ছে।


 

লীলাবতি এখন বান্দ্রা স্টেশনে নিজের অদৃষ্টের ওপর নির্ভর করে আছেন। বলছেন পথে যেতে যেতে হয়তো আমি মরেও যেতে পারি। খাবার বলতে কেবল সামান্য ডাল-ভাত আর এক প্যাকেট বিস্কুট। এটাই তো শেষ সম্বল। তবু লীলাবতি ফিরে যেতে চান। আরও জানাচ্ছেন তাঁর স্বামী তাঁকে খুব ভালবাসতেন। আজ  সে বেঁচে থাকলে হয়তো এমন অবস্থা তার হত না। এই সমাজে হয়তো আরও এরকম অনেক লীলাবতিরা আছেন।  যারা এই লকডাউনে পেট ভরে খেতেও পাচ্ছেন না। 
Blogger দ্বারা পরিচালিত.