অনির্দিষ্টকালের জন্য স্থগিত রইল বেলুর মঠ খোলার দিন, আক্রান্ত এক মহারাজ


Odd বাংলা ডেস্ক: একরাশ ঘেরাটোপের মধ্যে দিয়ে আগামীকাল খোলার কথা ছিল বেলুর মঠ। কিন্তু আপাতত তা করা হচ্ছে না। প্রায় অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হল মন্দির খোলার সিদ্ধান্ত।  কারণ বেলুড় মঠের এক মহারাজের শরীরে থাবা বসিয়েছে করোনা। ৭৮ বছর বয়সী ওই মহরাজের নাম সঞ্জীব মহারাজ। 

কয়েকদিন আগে থেকেই শরীর অসুস্থ ছিল মহারাজের। মঠের মধ্যে থেকেই চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার শ্বাসকষ্টের সমস্যা বাড়লে তাঁকে ভর্তি করা হয় পিয়ারলেস হাসপাতালে। তাঁর নমুনা পরীক্ষা করা হলে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, তাই তাঁকে অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়েছে। তবে এখনও তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার প্রয়োজন পড়েনি।

প্রসঙ্গত, এর আগে বেলুর মঠ মন্দির খোলার তোড়জোড় জোর কদমে শুরু হয়েছিল। রাখা হয়েছিল টানটান বিধি-ব্যবস্থা। যদিও এখন এর কোনওটাই আর লাগু হবে না। কারণ ১৫ তারিখ থেকে মন্দির খোলা হবে নাা। 
Blogger দ্বারা পরিচালিত.