জোড়াল হচ্ছে নিম্নচাপ, ১২ জুনের মধ্যে এরাজ্যে ঘটবে বর্ষার আগমন
Odd বাংলা ডেস্ক: তৈরি নিম্নচাপ। হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাদেই এবার রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১২ জুনের মধ্যে রাজ্যে প্রবেশ করতে চলেছে বর্ষাকাল। মঙ্গলবারের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে, তা আরও শক্তিশালী হয়ে উঠতে চলেছে। যার ফলে আগামী ১২ জুনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম এবং উত্তর-পূর্বের বেশ কয়েকটি রাজ্যে এসে পড়বে বর্ষা।
জানা গিয়েছে, নিম্নচাপ রেখার কারণে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য যেমন- পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ১১-১২ জুনের মধ্যেই এই রাজ্যগুলোতে পুরোপুরিভাবে এসে পড়বে বর্ষা।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ৩৭-৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছিল। তবে তা থেকে কিছুটা স্বস্তি দিয়েছে রবিবারের বৃষ্টি। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় মাঝারি বৃষ্টিপাত হয়ছে। আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Post a Comment