আবার বিশাখাপত্তনমে গ্যাস দুর্ঘটনা, মৃত ২


Odd বাংলা ডেস্ক: বিশাখাপত্তনমে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির গ্যাস লিক হওয়ায় অন্তত দুই জনের মৃত্যু হল। সূত্রের খবর, আরও চারজন অসুস্থ হয়েছেন এই ঘটনায়৷ অসুস্থদের স্থানীয় হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হয়েছে৷ মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে সানিওর লাইফ সায়েন্সে- যেটি বিশাখাপত্তনমের পারাওয়াদা ফার্মা সিটিতে অবস্থিত ৷ আধিকারিকরা জানিয়েছেন চারজন অসুস্থর মধ্যে একজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক ৷ অসুস্থদের চিকিৎসা চলছে গাজুওয়াকা প্রাইভেট হাসপাতালে ৷ ঘটনাটি টের পান নরেন্দ্র ও গৌরী শঙ্কর ৷ সেই সময় শিফটের দায়িত্বে ছিলেন তাঁরা ৷ দুর্ঘটনার সময় ফ্যাক্টরিতে ৩০ জন শ্রমিক কাজ করছিল৷ দুর্ঘটনার খবর পেয়েই ডিস্ট্রিক্ট কালেক্টর এবং অন্যান্য আধিকারিকরা সকালেই ঘটনাস্থলে পৌঁছেছেন ৷ কেন এই ধরণের ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷
Blogger দ্বারা পরিচালিত.