জনসমাবেশ ছাড়াই রথযাত্রার অনুমতি দেওয়া হোক, সুপ্রিম কোর্টের কাছে আবেদন কেন্দ্রের


Odd বাংলা ডেস্ক: এবার পুরীর রথযাত্রার ওপর স্থগিতাদেশ নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল। যেখানে সুপ্রিম কোর্টের রথযাত্রার স্থগিতাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। কিন্তু মহামারি ঠেকাতে জনসমাবেশ ছাড়াই পুরীর ঐতিহ্যমন্ডিত রথযাত্রার আয়োজন করা যেতে পারে। অন্তত তেমনই আদেশ দিক সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের কাছে এমনটাই আর্জি জানাল কেন্দ্র। কেন্দ্রের এই আবেদনে সমর্থন জানিয়েছে ওড়িশা সরকারও।

কেন্দ্রের তরফে এদিন সলিসিটর জেনারেলই তুষার মেহতা বলেন, রথযাত্রার সঙ্গে কোটি কোটি মানুষের ভক্তি ও বিশ্বাস জড়িয়ে রয়েছে। যদি আগামিকাল (২৩ জুন) ভগবান জগন্নাথের আবির্ভাব না ঘটে তাহলে আগামী ১২ বছর তিনি বেরতে পারবেন না। ধর্মীয় মতে তেমনটাই মানা হয়।' তাই কেন্দ্র চায়, ভক্তদের ভিড় এড়িয়েই রথযাত্রার অনুমতি দিক সুপ্রিম কোর্ট। 


কিন্তু যে উৎসব মানুষকে নিয়ে, মানুষের জন্য, যে উৎসবে রথের রশিতে টান দিয়ে মানুষ পূণ্য অর্জন করেন, তেমনই এক উৎসবে জনসমাবেশ ঠেকানো কি সত্যিই সম্ভব? সেক্ষেত্রে ওড়িশা সরকারকে একদিনের জন্য কারফিউ জারি করার পরামর্শ দিয়েছে কেন্দ্র। 
Blogger দ্বারা পরিচালিত.