কলকাতা-সহ সারা পশ্চিমবঙ্গে মদের হোম ডেলিভারি করছে আমাজন ও বিগবাস্কেট


Odd বাংলা ডেস্ক: গত মাসে লকডাউনের রাচীতে গ্রাহকের বাড়িতে মদের হোম ডেলিভারি পরিষেবা শুরু করেছিল ফুড ডেলিভারি সংস্থা জোমাটো এবং সুইগি। আর এবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গে মদের হোম ডেলিভারি করবে অ্যামাজন এবং বিগবাস্কেট। এই দুই সংস্থা ছাড়াও সেনরাইজা টেকনোলজিস ও গোল্ডেন গোয়েঙ্কা কমার্স-ও মদের হোম ডেলিভারি করার জন্য উপযুক্ত বিবেচিত হয়েছে, এমনটাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন  বা বেভকো। আর সেই কারণে এই চার সংস্থাকে মউ স্বাক্ষর করতে আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন।

চলতি মাসেই স্পেনসার্স, স্যুইগি, জোম্যাটো ও হিপ বার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মদের হোম ডেলিভারি পরিষেবা চালু করেছে। বেভকো-র তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, মদের হোম ডেলিভারি করতে ইচ্ছুক যে সংস্থা তাদের আবেদনের ভিত্তিতে আরও ৮টি সংস্থাকে তালিকায় রাখা হয়েছে। সূত্রের খবর, এই আটটি সংস্থার মধ্যে তিনটি সংস্থা রয়েছে যারা মদ ব্যবসার সঙ্গে যুক্ত, পাশাপাশি রয়েছে কিছু স্টার্ট-আপ সংস্থাও। আগামী ২৩ ও ২৪ জুন সংস্থাগুলি বেভকো-র কাছে প্রেজেন্টেশনের পরেই পরবর্তী সিদ্ধান্ত হবে।

বিগবাস্কেট এই প্রথম মদ ব্যবসায়ে যোগ দিচ্ছে। পাশাপাশি অ্যামাজনও সম্ভবত ভারতে প্রথম এই ব্যবসাক্ষেত্রে প্রবেশ করছে। বেভকোর শর্ত অনুসারে, যারা মদের হোম ডেলিভারি করবে, তাদের বাধ্যতামূলকভাবে মদের খুচরো দোকান থেকে তা কিনতে হবে। তবে এক্ষেত্রে ক্রেতাদের থেকে তারা ডেলিভারি চার্জ নিতে পারবে।
Blogger দ্বারা পরিচালিত.